গত ১৬ সেপ্টেম্বর লিটন কুমার দাসকে অধিনায়ক করে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদের পাশপাশি দলে ফেরেন তামিম ইকবালও। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদসহ একাধিক নিয়মিত ক্রিকেটারকে বিশ্রামে রাখা হলেও প্রিয় তারকা মাহমুদউল্লাহ ফেরায় সিরিজে চোখ রয়েছে ভক্তদের।
আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশসহ বাকি দল কত টাকা পেল?
আগামী ২১ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে সিরিজ শুরু হবে। প্রথমটির পরে ২৩ এবং ২৬ সেপ্টেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ। প্রতিটি ম্যাচই মিরপুরের শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে দুপুর ২টা থেকে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ওয়ানডের সূচি:
ম্যাচ | তারিখ | সময় | ভেন্যু |
প্রথম ওয়ানডে | ২১ সেপ্টেম্বর | দুপুর ২টা | মিরপুর |
দ্বিতীয় ওয়ানডে | ২৩ সেপ্টেম্বর | দুপুর ২টা | মিরপুর |
তৃতীয় ওয়ানডে | ২৬ সেপ্টেম্বর | দুপুর ২টা | মিরপুর |
বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই টেস্টর সূচি:
ম্যাচ | তারিখ | সময় | ভেন্যু |
প্রথম টেস্ট | ২৮ নভেম্বর-২ ডিসেম্বর | ঠিক হয়নি | ঠিক হয়নি |
দ্বিতীয় টেস্ট | ৬ ডিসেম্বর-১০ ডিসেম্বর | ঠিক হয়নি | ঠিক হয়নি |
এরপরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে দুদল। বৈশ্বিক টুর্নামেন্ট শেষ করে টেস্ট সিরিজ শুরু হবে নভেম্বর থেকে। আগামী ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। এ দিকে এই সিরিজ শেষে ২ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলতে ডিসেম্বরেই নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ।
আরও পড়ুন: লজ্জাজনক হারের পরে ক্ষমা চাইলেন শ্রীলঙ্কার অধিনায়ক
নিউজিল্যান্ডে হওয়া সেই সিরিজের সূচিও প্রকাশ করা হয়েছে। ২০ ডিসেম্বর হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড-বাংলাদেশ মুখোমুখি হবে ২৩ ডিসেম্বর। এরপরে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি হবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।
নিউজিল্যান্ড সফরের সূচি:
ম্যাচ | তারিখ | সময় | ভেন্যু |
প্রথম ওয়ানডে | ২০ ডিসেম্বর | ভোর ৫টা | নেলসন |
দ্বিতীয় ওয়ানডে | ২৩ ডিসেম্বর | ভোর ৫টা | নেপিয়ার |
প্রথম টি-টোয়েন্টি | ২৭ ডিসেম্বর | দুপুর ১টা ১০ মিনিট | নেপিয়ার |
দ্বিতীয় টি-টোয়েন্টি | ২৯ ডিসেম্বর | দুপুর ১টা ১০ মিনিট | মাউন্ট মঙ্গানুই |
তৃতীয় টি-টোয়েন্টি | ৩১ ডিসেম্বর | ভোর ৭টা | মাউন্ট মঙ্গানুই |