বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশ নেন কয়েকশ নারী।
মানববন্ধনে নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত, দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাসময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা, নারীর প্রতি পাশবিক অত্যাচার দমনে কঠোর দণ্ড বিধির প্রয়োগসহ শরিয়া আইনের ভিত্তিতে ধর্ষণের বিচারের দাবিতে ৬ দফা প্রস্তাবনা দেয়া হয়।
এ সময় ৯০ দিনের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান বক্তারা।