এশিয়া কাপ শেষে দলের সঙ্গে ঢাকায় ফেরেননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পারিবারিক জরুরি প্রয়োজনে ছুটি নিয়েছেন এই লঙ্কান কোচ। এই মুহূর্তে তিনি অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়।
২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের আগে দেশে ফেরার সম্ভাবনা নেই হাথুরুসিংহের। বিসিবি সূত্রে জানা গেছে, প্রথম দুই ম্যাচে কোচ হিসেবে থাকছেন না তিনি। তবে শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন এই লঙ্কান। কারণ ২৬ তারিখের ম্যাচের পরদিনই বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। আসামের গুয়াহাটিতে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে এই দুই প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
আরও পড়ুন: সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল
হাথুরুসিংহের অবর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ নিক পোথাস। ২১ তারিখ প্রথম ওয়ানডের পর ২৩ ও ২৬ তারিখ সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন ঢাকায়। মিরপুর স্টেডিয়ামে সোমবার (১৮ সেপ্টেম্বর) তাদের অনুশীলন করার কথা। বাংলাদেশ দলের অনুশীলন হবে বুধবার (২০ সেপ্টেম্বর)।