ধলেশ্বরীতে নৌকাডুবি: নিখোঁজ সেই বৃদ্ধের মরদেহ উদ্ধার

১ সপ্তাহে আগে
মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় সামছুউদ্দিন বেপারী (৭০) নামে নিখোঁজ সেই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালুচর বাজারের কাছে নদী থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।


এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুরের ফুলহার লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।


আরও পড়ুন: মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, বৃদ্ধ নিখোঁজ


সামছুউদ্দিন বেপারী ফুলহার গ্রামের মৃত তাহের আলীর ছেলে।


বিষয়টি নিশ্চিত করে রাজানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. তৈয়ব আলী।


আরও পড়ুন: নৌকাডুবি যাত্রীদের উদ্ধার করতে গিয়ে মারা গেলেন সাবিকুল


তিনি জানান, সকাল ৬টার দিকে সামছুউদ্দিন বেপারী গরুর ঘাসকাটার জন্য নিজের ডিঙি নৌকায় ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় খালি একটি বাল্কহেড ডিঙি নৌকা ওপর উঠিয়ে দেয়। এতে নৌকাটি পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হন সামছুউদ্দিন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বালুচর বাজারের কাছে নদী থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।


সিরাজদিখানের শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ মো. নাছির উদ্দিন জানান, নিখোঁজের সাড়ে ২৬ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন