আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্বেচ্ছসেবক লীগ নেতা নিহত

১ সপ্তাহে আগে
আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ ও গুলিতে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সভাপতি নিজাম সরকার (৪০) নিহত হয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে মেঘনা উপজেলা চালিভাঙা ইউনিয়নে এ ঘটনা ঘটে।


নিহত নিজাম সরকার (৪০) উপজেলার চালিভাঙা ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সভাপতি ও একই ইউনিয়নের চেয়ারম্যানের হুমায়ূন কবীরের ছোট ভাই। তিনি একই এলাকার বাসিন্দা।


আরও পড়ুন: নাটোরে দুর্বৃত্তের হামলায় ছাত্র ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মী আহত


স্থানীয়রা জানান, উপজেলার চালিভাঙা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবীর সঙ্গে কুমিল্লা জেলা পরিষদ সদস্য কাইয়ুম গ্রুপের এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে ভোরে আওয়ামী লীগের ওই দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের গুলিতে চেয়ারম্যান হুমায়ূনের ছোটভাই নিজাম সরকার আহত হন। তাকে উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নিজাম সরকার মারা যান।


আরও পড়ুন: নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর গাড়িবহরে হামলা


বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।


তিনি বলেন, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

]]>
সম্পূর্ণ পড়ুন